কালিগঞ্জ

কালিগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণের পর উদ্ধার, থানায় মামলা

By Daily Satkhira

April 21, 2017

কালিগঞ্জ ব্যুরো : তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ অতঃপর পুলিশ উদ্ধার করার পর থানায় মামলা দায়ের হয়েছে। কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রামে থেকে এ অপহরণের ঘটনাটি ঘটে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমদাদুল হক জানান, সদর উপজেলার আলিপুর গ্রামের বিদেশে কর্মরত জনৈকের সাবেক স্ত্রী ও বর্তমান নলতার মাঘুরালি গ্রামের ফরিদ সরদারের স্ত্রী সাতক্ষীরা ভিশনের কালিগঞ্জ উপজেলার নলতা অফিসে কর্মরত বিউটি খাতুনের কন্যা (আগের স্বামীর) সুরাইয়া সুলতানা বৈশাখিকে সম্প্রতি ভাড়–খালি গ্রামের আনিছুরের সাথে বিবাহ হয়। সংসারে মনমালিন্য হওয়ায় দেড় মাস আগে তাদের তালাক হয়। বর্তমানে বিউটি খাতুন তার কন্যকে নিয়ে মাঘুরালি গ্রামে আব্দুস সত্তারের বাড়িতে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকালে আনিছুর রহমান ৭/৮ জন বন্ধুকে নিয়ে মাঘুরালি গ্রাম থেকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী সুরাইয়া সুলতানা বৈশাখিকে মাইক্রোবাসে যোগে অপহরণ করে ভাড়–খালি গ্রামে আব্দুর রহমানের বড়িতে নিয়ে যায়। বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে উপ-পরিদর্শক ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুর রহমানের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় আনিছুর রহমানসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। এব্যাপারে মেয়েকে অপহরণের অভিযোগে বিউটি খাতুন বাদি হয়ে আনিছুর রহমান, মামুন হোসেনসহ চার জনের নাম উলেখ ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে বৃহষ্পতিবার কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৯।