ডেস্ক রিপোর্ট : করোনা সতর্কতায় সাতক্ষীরায় শুধুমাত্র সরকারি এবং দাপ্তরিক কর্মকান্ড ব্যতিত সকল ধরনের সভা, সমাবেশ, সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ১৯.০৩.২০২০ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, মেলা, কনসার্ট, কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, ক্লাব সমূহে গণ জমায়েত, ধর্মীয় অনুষ্ঠান যেমন ওয়াজ মাহফিল, নামজজ্ঞ, কীর্তন সহ সকল ধরনের গণজমায়েত বন্ধ রাখতে বলা হয়েছে।