ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮জন খুচরা বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনভর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে বাজার মনিটরিংকালে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে বাজারে স্থিতিশীলতা রক্ষায় বৃহস্পতিবার সুলতানপুর বড় বাজার মনিটরিং করা হয়। এসময় অতিরিক্ত দামে চাল বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সুলতানপুর বড় বাজারের সাহা বাণিজ্য ভান্ডারকে চার হাজার টাকা, সততা রাইসকে পাঁচ হাজার টাকা, আদর্শ বাণিজ্য ভান্ডারকে ২০ হাজার টাকা, পেঁয়াজের আড়তদার হাফিজুল ইসলামকে ২০ হাজার টাকা এবং ছয়জন খুচরা চাল বিক্রেতাকে দুই হাজার টাকা করে ও দুইজন খুচরা পেঁয়াজ বিক্রেতাকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।