ফিচার

হুজ্জতে বাঙাল! কোয়ারেন্টিনে থাকা প্রবাসীকে দেখতে ভিড়!

By Daily Satkhira

March 20, 2020

ভিন্নরকম সংবাদ: এক্ই বলে হুজ্জতে বাঙাল! যা নিষেধ করা হয় তার প্রতিই যেন আকর্ষণ বেশি। হবিগঞ্জের নবীগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়াপ্রবাসীকে দেখতে তার বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক জনতা।

গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে অস্ট্রেলিয়া থেকে আসা এক জনের বাড়ির সামনে জনতারা ভিড় করেন। আজকেও সেখানে ভিড় রয়েছে।

সূত্র জানিয়েছে, গতকাল নবীগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ থেকে আসা পাঁচ প্রবাসীর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল তাদের হোম কোয়ারেন্টিনে (নিজ বাসায় আলাদা কক্ষে) থাকার অনুরোধ করেন।

সাব্বির হোসেন নামে এক স্থানীয় বলেন, ‘তিনি অনেক দিন পর দেশে এসেছেন। বিমানবন্দর থেকে চিকিৎসক তাকে বলেছে, ঘরে থাকতে। কিন্তু, তিনি তো রোগী না, সুস্থ আছে। তাই তাকে দেখতে গিয়েছিলাম।’

শুধু অস্ট্রেলিয়াপ্রবাসী নয়, ইউরোপের দেশ থেকে আসা প্রবাসীদের বাড়িতেও উৎসুক জনতা ভিড় করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিজাম মিয়া নামে স্থানীয় আরেকজন বলেন, ‘সবাইকে ঘরের ভেতর থাকতে বলা হয়েছে। কারণ বাইরে করোনাভাইরাসের ঝুঁকি আছে। কিন্তু, কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।’

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের সতর্কতায় চারটি কেবিন প্রস্তুত থাকলেও সেখানে কোনো প্রবাসীকে রাখা হয়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন, ‘সারা বিশ্বে করোনাভাইরাস নামে একটি রোগ মহামারি আকার ধারণ করেছে। ইউরোপের বিভিন্ন দেশে এখন এই রোগের প্রকোপ বেশি। তাই নবীগঞ্জে ইউরোপ ফেরত চার প্রবাসীসহ অস্ট্রেলিয়াপ্রবাসীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। প্রশাসনিকভাবে তাদের ওপর নজরদারি করা হচ্ছে। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিকসহ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।