দেশের খবর: সিলেটের একটি হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা একজন নারীর মৃত্যু হয়েছে।
রবিবার ভোররাত সাড়ে তিনটার দিকে ওই নারীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।
তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, গত শুক্রবার থেকে ওই নারী হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
রবিবার তার করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহের কথা ছিল।
এর আগেই মৃত্যু হলো তার।
সিভিল সার্জন মি. মণ্ডল অবশ্য বলছেন, “তারপরেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে যে, করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছে কিনা।”
দাফনের পরপরই তার পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টিনে নেয়া হবে বলে তিনি জানান।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, চৌঠা মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ২০শে মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালে আরও তিনজন রোগী আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
করোনাভাইরাসের চিকিৎসার জন্য এই হাসপাতালটিতে আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৪ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সম্প্রতি ইউরোপের সাথে সব ধরণের বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করলেও যুক্তরাজ্যের সাথে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল।