সাতক্ষীরা

করোনা ভাইরাস : সাতক্ষীরা জেলা পরিষদে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন

By daily satkhira

March 22, 2020

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা ভাইরাস (কেভিড-১৯) প্রতিরোধে আতঙ্ক নয়, চাই সচেতনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ঢোকার পূর্বে হাত ও মুখ পরিষ্কার করে নিন, ঘরে থাকুন সুস্থ্য থাকুন করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নিজে হাত ধুয়ে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।’ ঘরে থাকুন, সুস্থ্য থাকুন করোনা ভাইরাস (কেভিড-১৯) থেকে নিজেকে ও সমাজকে সুস্থ্য রাখার প্রত্যয় নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদ এ হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা রুবি, ওবায়দুর রহমান লাল্টু ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।