সাতক্ষীরা

সাতক্ষীরায় জোরপূর্বক ব্যবসায়ীকে বিতাড়িত করার অভিযোগ

By daily satkhira

March 22, 2020

নিজস্ব প্রতিনিধি : আদালতের নির্দেশ অমান্য করে দোকানের মালামাল আত্মসাতসহ জোরপূর্বক ব্যবসায়ীকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে। এঘটনায় হাইকোর্টে একটি মামলাও চলমান রয়েছে। যার নং ৫৫৭/২০০। ভুক্তভোগী ব্যবসায়ী কাটিয়া লস্করপাড়া গ্রামের শামছুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম জানান, দীর্ঘ ১৫ বছর যাবৎ শহরের বড়বাজার সড়কের পাশে সাতক্ষীরা সুলতানপুর পালপাড়ার মৃত. রজব আলী সরদারের পুত্র সাবুদ আলীর নামীয় সাবুদ আলী মার্কেটের ৫নং দোকান ঘর ভাড়া নিয়ে ভিআইপি ক্লাথ স্টোর নামে ব্যবসা পরিচালনা করছিলাম। পরে ব্যবসার ধরন পাল্টিয়ে যশোর লির্বার্টি সু এর ডিলার নিয়ে ৫ বছর যাবত ব্যবসা পরিচালনা করছি। ব্যবসা পরিচালনাকালে পাশর্^বতী ভাড়াটিয়া সুলতানপুর কাজী পাড়া এলাকার মৃত. কাজী ইমরান হোসেন ঝেনুর পুত্র আব্দুল্লাহ আল মামুনের সাথে আমার বিরোধ হলে মামুন আমাকে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ করার চক্রান্ত শুরু করে। একপর্যায়ে মামুন মার্কেট মালিক সাবুদ আলীকে কৌশলে ম্যানেজ করে গোপনে ডিড করে নেয়। এদিকে কুচক্রী মামুন ১৯ মার্চ রাতে সুলতানপুর কাজীপাড়া এলাকার কাজী ওহাব পুলিশের পুত্র কাজী ইকবাল, ঝিলপাড়া এলাকার সাকাউদ্দীনের পুত্র তুহিন সহ কয়েকজন আমার দোকানের তালা কেটে অন্য তালা লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তালায় সুপার গ্লু আঠা লাগিয়ে আটকিয়ে দেয়। বর্তমানে তারা আমাকে দোকানে যেতে দিচ্ছেন না। অথচ উক্ত দোকানের ফার্ণিচার, ডেকোরেশন ও মেঝে সংস্কার সহ প্রায় ৫লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয় করেছি। এছাড়া দোকানে আনুমানিক ২০লক্ষাধিক টাকার মালামাল রয়েছে। উক্ত কুচক্রী মামুন আমার দোকানের মালামালসহ জোরপূর্বক দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এছাড়া দোকানের তালা খুলতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে মামুন গং। বর্তমানে তার আয়ের একমাত্র প্রতিষ্ঠান লিবার্টি সু-টি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন। এবিষয়ে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফলপাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।