বিদেশের খবর: দুজনের বেশি একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। রাজ্য সরকারগুলোর সঙ্গে বৈঠক শেষে রবিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। সোমবার থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।
এদিকে অ্যাঙ্গেলা মের্কেল নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। তার মুখপাত্র স্টেফান সাইবার্ট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এ তথ্য।
সাইবার্ট জানান, সম্প্রতি যে ডাক্তার চ্যান্সেলর মের্কেলের স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি নিজেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ কারণেই মের্কেল নিজেকে ঘরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতিতে সাইবার্ট বলেন, চ্যান্সেলর নিজেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সামনের দিনগুলোতে তাকে নিয়মিত পরীক্ষা করা হবে। এ সময়ে তিনি ঘর থেকেই অফিসের কাজ করবেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলেছে, মের্কেল কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দেওয়ার আগে গতকাল জার্মানির ১৬ রাজ্যের প্রধানদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখান থেকে বেশকিছু কঠোর সিদ্ধান্ত এসেছে।
নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেককে নিজেদের মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। নিয়ম না মানলে ২৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এ নতুন নিষেধাজ্ঞা দুই সপ্তাহের জন্য কার্যকর থাকবে।