আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় সৌদিতে কারফিউ জারি

By Daily Satkhira

March 23, 2020

বিদেশের খবর: করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরব জুড়ে সোমবার থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর মাধ্যমে রাজকীয় এক ফরমান জারি করেন সৌদি রয়েল কোর্ট।

রোববার একদিনে সর্বোচ্চ সংখ্যক ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে এই কারফিউ জারি করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব জুড়ে এই কারফিউ ২১ দিন অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত সময়ে কোন নাগরিককে ঘর থেকে বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। এই সময়ে স্থানীয় অথবা প্রবাসীদের স্বাস্থ্যগত কোন সমস্যা হইলে জরুরী স্বাস্থ্য সেবার অ্যাম্বুলেন্স এর জন্য ৯৯৭ এ ফোন করতে বলা হয়েছে।

এ পর্যন্ত সৌদি আরবে ৫১১ জন করোনা ভাইরাস আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে। এখানে আক্রান্তের সংখ্যা ২০০, এরপরই পবিত্র নগরী মক্কা, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৩, ইস্টার্ন প্রভিন্স ১১৬, জেদ্দা ৪৩, আল আসির ৩, জিজান ২, আল বাহা, তাবুক, মদিনা আল মনোয়ারা, আল- কাছিম একজন করে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন আটজন। কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত একজনের বাইরে কোন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।