জাতীয়

এখনো পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) অতটা দরকার নেই -স্বাস্থ্যমন্ত্রী

By Daily Satkhira

March 23, 2020

স্বাস্থ্য ডেস্ক: দেশে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখনো পিপিই অতটা দরকার নেই।’

সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল বলেই ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিন করেছি। তিন মাস আগে থেকেই আমরা ল্যাব তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছিলাম।’