দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে মোট ৮ টি পদের মধ্যে ইতিমধ্যে সভাপতি হিসেবে সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, সহ-সভাপতি পদে আব্দুর রশিদ ও সদস্য হিসেবে ১নং ব্লকে আব্দুর রহিম, ২নং ব্লকে নজরুল ইসলাম ও ৬নং ব্লকে আশুতোষ কুমার সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার বাকী ৩ টি ব্লকে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩নং ব্লকে এসাকুল ইসলাম ও মোহাম্মাদ আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় এসাকুল ইসলাম, ৪নং ব্লকে কাশেম সরদার ও আফজাল হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আফজাল হোসেন এবং ৫নং ব্লকে আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আবুল কালাম আজাদ নির্বাচিত হন। নির্বাচনে মোট ৩৩ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। এছাড়া নির্বাচন কমিটির সদস্য হিসেবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাজি.এম আব্দুস সামাদ ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রাজিব হোসেন দায়িত্ব পালন করেন। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আতাউর রহমান।