খেলা

জিতেছে রিয়াল মাদ্রিদ, আলাভেসের কাছে বার্সেলোনার হার

By Daily Satkhira

September 11, 2016

স্পোর্টস ডেস্ক: নবাগত আলাভেসের কাছে ২-১ গোলে হেরে গেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে কাতালানরা। নিজের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসের পক্ষে খেলার ৩৯ মিনিটে কিকোর ক্রসে বার্সেলোনার গোলরক্ষক ইয়াসপার সিলেনেকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেইভারসন। দ্বিতীয়ার্ধের প্রথমেই নেইমারের কর্নার থেকে নেয়া শটকে হেডে আলাভেসের জালে পাঠিয়ে দেন জেরেমি ম্যাথিউ। খেলার ৬০ মিনিটে পর পর মাঠে নামেন মেসি এবং ইনিয়েস্তা। কিন্তু ৬৫ মিনিটে ইবাই গমেজের কোনাকুনি শট বার্সেলোনার জালে জড়ালে বার্সেলোনা পিছিয়ে পড়ে ২-১ গোলে। বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলেও লুইস সুয়ারেজ, মেসি-ইনিয়েস্তাসহ খেলায় আর সমতা আনতে পারেনি বার্সা। এদিন ওসাসুনাকে ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। তিন মাস পরে মাঠে ফিরেই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ছয় মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন সিআর সেভেন। ৪০ মিনিটে দ্বিতীয় গোল দানিলো দ্য সিলভার। তৃতীয় গোল সার্জিও র‌্যামোসের। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে রিয়াল। ৫৬ মিনিটে চতুর্থ গোল করেন পেপে। ছয় মিনিটের মধ্যেই গোল লুকা মড্রিচের। ৬২ মিনিটে ওসাসুনার ওরিওল হিয়েরা গোল করে ব্যবধান কমান। এই গোলের পর রোনালদোকে তুলে নেন জিনেদিন জিদান। ৭৮ মিনিটে ওসাসুনার হয়ে দ্বিতীয় গোল করেন ডেভিড গার্সিয়া। এর পাঁচ মিনিট আগে একটি পেনাল্টি মিস করে ওসাসুনা। অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। জোড়া গোল করেছেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।