দেবহাটা

দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য ও পূর্ণাবাসনা সেবা কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

August 22, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পূর্ণাবাসন সেবা সম্প্রসারন কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে অস্ট্রেলিয়ান এইড অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফজালুল বাশার। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন অকুপেশন থেরাপিস্ট মাসুদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআর এর জেলা ম্যানেজার আবুল হোসেন, কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, মনিরুজ্জামান, এমএসআই আহছানুল করিম, ডিপিও প্রতিবন্ধী সদস্য আছের আলী, মুরশিদা খাতুন, সাবিহা সুলতানা প্রমূখ। সভায় বিগত দিনে প্রতিবন্ধীদের  বিভিন্ন সেবার বিষয়ে আলোচনার পাশাপাশি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীবান্ধব টয়লেট স্থাপন করা হয়েছে বলা হয়। এছাড়া হাসপাতালে টিকিট, ডাক্তারের পরামর্শ, ঔষধ সেবা, জরুলি বিভাগ ও সংরক্ষিত বেড পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়। সভায় উপজেলার ৫জন প্রতিবন্ধীকে প্রকল্প চলাকালীন সময়ে সকল প্রকার ঔষধ সেবা প্রদান করা হবে এবং আগামিতে ২৫ জন প্রতিবন্ধীকে বিভিন্ন সহায়ক প্রদান করা হবে বলে জানানো হয়।