কালিগঞ্জ

কালিগঞ্জে বিলিচিং পাউডার স্প্রে ও লিফলেট বিতরণ

By daily satkhira

March 23, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে কালিগঞ্জে ব্লিচিং পাউডার মেশানো পানি স্প্রে, বাস ও পরিবহনের ড্রাইভার, কন্টাকটার, হেলপার, শ্রমিকসহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বাস টার্মিনাল এলাকায় এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু, সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার প্রমুখ। এদিকে নভেল করোনা (কভিড-১৯) ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে সোমবার সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা কালিগঞ্জ ব্র্যাকের শাখা ব্যবস্থাপক এনামুল হকের পরিচালনায় বাস টার্মিনাল সংলগ্ম ঢাকাগামি পরিবহন কাউন্টার চৌরাস্তার মোড়ে ব্যবসায়ি ও পথচারীদের কাছে প্রচারপত্র বিতরণ করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার আব্দুল হালিম। এসময় সাথে ছিলেন মাঠকর্মী শারমিন জাহান, মইনুল হোসেন, পরিমল স্বর্ণকার প্রমূখ। করোনা ভাইরাস “আতঙ্ক নয়, চাই সচেতনতা” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ ব্র্যাক অফিসে আগত ব্যক্তিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাঠকর্মীরা উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে যেয়ে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করছে। নভেল করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে এমন একটি নতুন ধরনের ভাইরাস যা আগে কখনো মানবদেহে পাওয়া যায়নি। করোনা ভাইরাস মানুষের ফুসফুস সংক্রমণ ঘটায়। হাঁচি, কাশি, সর্দ্দি, থুথু এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ একজন থেকে অপর জনে ছড়ায়।