সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভায় হ্যান্ডওয়াশ কর্মসূচি

By daily satkhira

March 24, 2020

নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডওয়াশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার চত্ত্বরে অনুষ্ঠিত হ্যান্ডওয়াশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মো: তাজকিন আহমেদ। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা শহরের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডে সাতক্ষীরা পৌরসভাকে সকল প্রকার সহযোগিতা করে আসছে। তার ধারাবাহিকতায় ব্র্যাক ইতিমধ্যে শহরের অনুন্নত এলাকায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে পরিস্কার পরিচছন্নতা বিষয়ক ক্যাম্পেইন পরিচলনাসহ করোনা ভাইরাস প্রতিরোধে ২৫০০ পরিবারকে হ্যান্ডওয়াশ সাবান এবং সচেতনতামূলক ইস্টিকার সরবরাহ করে। এ হ্যান্ডওয়াশ কর্মসূচি পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বৃন্দ, সচিব মো: সাইফুল ইসলাম বিশ^াস,বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, ব্র্যাকের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর,এ .এস.কে আশরাফুল মাশরূদ প্রমূখ।