সাতক্ষীরা

ভারতে লক ডাউন ঘোষণা; ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

By daily satkhira

March 25, 2020

 

আসাদুজ্জামানঃ ভারত সরকার সমগ্র ভারত জুড়ে লক ডাউন ঘোষনা করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, আগে থেকে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারছেন। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সাধরন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য সমগ্র ভারত জুড়ে লক ডাউন ঘোষনা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে, ভোমরা শুল্ক ষ্টশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লক ডাউনের কারনে আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে। ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ^জিত সরকার জানান, আগে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারলেও লক ডাউনের কারনে ভারতীয়রা তারে দেশে ফিরতে পারছেননা।