নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার ২৭ মার্চ ২০২০ সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নিজস্ব কার্যালয়ে দশ হাজার দলিত আদিবাসী ও নি¤œ আয়ের মানুষের মধ্যে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, নারীমুক্তি সংসদের নাসরিন খান লিপি, যুবমৈত্রীর বিশ^নাথ কয়াল, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদিৃতা সৃষ্টি, সাকিব মোড়ল প্রমুখ। এসময় এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, সাতক্ষীরা জেলার ৪৩ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। করোনার পরিস্থিতির কারণে তারা কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দশ হাজার দলিত আদিবাসী ও নি¤œ আয়ের মানুষের মধ্যে সাবান, ব্লিচিং, মাস্ক, বেবী ফুডস বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ১ সপ্তাহের মধ্যে আমরা বিতরণ সম্পন্ন করবো। একই সাথে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কে গরিব অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।