আন্তর্জাতিক

ভারতে এক পরিবারকে পিটিয়ে ১৬ গরু, এক শিশু নিয়ে গেল ‘গোরক্ষকরা’

By Daily Satkhira

April 22, 2017

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে রিয়াসি জেলায় একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করেছে কথিত গোরক্ষকরা। আহতদের মধ্যে নয় বছরের একটি শিশুও রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জেলার তালওয়ারা এলাকায় কাছ দিয়ে গরু ও অন্য গৃহপালিত প্রাণী নিয়ে যাচ্ছিল ওই পরিবারটি। তখন ওই হামলা চালানো হয়।

হামলার শিকার ওই পরিবারের সদস্যরা জানায়, হামলাকারীরা তাদের সব গৃহপালিত পশু নিয়ে গেছে। আহত নয় বছর বয়সী শাম্মিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলিশপ্রধান এস পি বেদ জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাঁচজন হামলাকারীকে শনাক্ত করেছে রিয়াসি জেলা পুলিশ। তবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নাসিমা বেগম নামের হামলায় আহত এই নারী বলেন, ‘তারা আমাদের নির্মমভাবে মারে। আমরা কোনোরকমে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হই। ১০ বছর বয়সী আমাদের এক শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না সে মারা গেছে, না বেঁচে আছে। তারা বৃদ্ধদের গায়েও হাত তুলেছে। আমাদের মেরে নদীতে ফেলে দিতে চেয়েছিল।’

ছাগল ও ভেড়ার সঙ্গে ১৬টি গরু নিয়ে গেছে হামলাকারীরা। এমনকি তারা কুকুরগুলো পর্যন্ত ছাড়েনি বলে অভিযোগ করেন নাসিমা।