সাতক্ষীরা

করোনা ভাইরাস॥ ২ মাসের সম্মানী প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা আসাদুজ্জামান বাবু’র

By daily satkhira

March 28, 2020

ডেস্ক রিপোর্ট: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিজের ২ মাসের সম্মানী প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। শুক্রবার তার নিজস্ব ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপনকারী নি¤œ আয়ের মানুষের পাশে বিত্তবানদের আগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করা। পাশাপাশি নিম্ন আয় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো।আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত দুই মাসের সম্মানী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং অন্যান্য জনপ্রতিনিধি, সমাজ সেবক, দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান করছি যার যতোটুকু সামর্থ্য ততোটুকু দিয়ে সমাজের নিম্ম আয় ও ছিন্নমূল জনগণের পাশে দাড়ানোর জন্যে। ইনশাআল্লাহ্ সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসলে করোনা পরিস্থিতি সহ ও অন্যান্য বিষয় মোকাবিলা অনেক সহজ হবে বলে আশা করছি। আসুন এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ্ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করি। মহান আল্লাহ্ তায়ালা আমাদেরকে হেফাজত করুন। আমিন ।