আশাশুনি

আশাশুনির খোলপেটুয়ার বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

By daily satkhira

March 29, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর অন্তত দেড়শ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রতাপনগরের কোলা গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হলেও পানি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের তড়িৎ পদক্ষেপে তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাশ দিয়ে বাধতে সক্ষম হওয়ায় ও ভাটা শুরু হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেড়িবাধ পরিদর্শন করেছেন। আশাশুনি উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী জানান, ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোন ভয় থাকবে না।