সাতক্ষীরা

করোনা পরিস্থিতিতে সাতক্ষীরায় ছাত্রদলের জীবাণুনাশক স্প্রে অব্যাহত

By daily satkhira

March 29, 2020

নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। গত শুক্রবার সকাল থেকে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন স্থান সহ জেলার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করেন দলের কর্মীরা। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবের নেতৃত্বে সাতক্ষীরা জেলা শহরের নিউ মাকের্ট, জজকোর্ট, খুলনারোড মোড় সহ বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে কলারোয়া পৌরসভা, সরকারি কলেজ ও বাজারসহ বিভিন্ন এলাকায় চলছে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম। জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে অংশ নেন, শহর ছাত্রদলের নেতা মো. শাহিন ইসলাম, মহি, আয়ুব আলী, মান্না, সাকিব, রিপন, ছাত্রদল নেতা আলী হোসেন, মুসা কায়মুল্লাহ্ করীম, ইসারুল ইসলাম, মামুন হোসেন, মাহিনুর ইসলাম সাগর, আরিফ, ফয়সাল, হুসাইন, হৃদয় রহমান, গণি, তিতুমির, জাহাঙ্গীর হোসেন। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর জন্য জেলার সাতটি উপজেলা ছাত্রদলসহ সকল ইউনিটকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে শুক্রবার সকালে কলারোয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি বলেন, সংকটকালীন এ মুহূর্তে সকল নেতাকর্মীদের একযোগে এগিয়ে আসতে হবে।