আশাশুনি

আশাশুনিতে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউএনও

By daily satkhira

March 29, 2020

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসকের তহবীল থেকে বিভিন্ন বাজারের চায়ের দোকানী, দিনমজুর, ভিজিএফ ও অন্যান্য সরকারী সুবিধা ভোগী বহিরভূত অসহায় মানুষের মধ্যে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দিনভর উপজেলার বিভিণœ ইউনিয়নের করোনা ভাইরাস সংক্রামন রোধে বন্ধ ঘোষনা করা চায়ের দোকানী, দিন মজুর ও অসহায় মানুষের মধ্যে এ ত্রাণ বিতরন করা হয়। আশাশুনি সদর ইউনিয়নে ত্রান বিতরন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে প্রতি ইউনিয়নের ২২ জন অসহায় পরিবারকে এ ত্রাণের আওতায় আনা হয়েছে। এ ত্রাণের খ্দ্যা সামগ্রীর প্যাকেজে আছে চাউল, ডাউল, তৈল, আলু, লবণ ও সাবান। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন শেষে বলেন, ঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই কেবল আমাদের পরিবার বাচবে। আমি ও আমার সরকার আপনাদের পাশে থাকবো। অপর দিকে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধহাটা ইউনিয়নে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রানের খাদ্য সামগ্রী বিতরন করেন।