দেবহাটা

দেবহাটায় ইউএনওর ত্রাণ বিতরণ

By daily satkhira

March 30, 2020

দেবহাটা ব্যুরো : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে কর্মবঞ্চিত হওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর, ভ্যান ও ট্রলি চালক, দোকানদার ও খেটে খাওয়া মানুষদের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলা ইউএনওর অফিস প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতাধীন জেনারেল রিলিফ ফান্ড থেকে উপজেলা চত্বরে হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করেন। গত রবিবার এই ফান্ড থেকে আরো ১০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছিল। এ নিয়ে দুই দিনে সর্বমোট ১৬৬ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। তবে এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। খাদ্য সামগ্রী বিতরনকালে ইউএনও সবাইকে করোনা সতর্কতায় নিজেদেরকে সচেতন হওয়া ও অন্যদের সচেতন করতে আহবান জানিয়ে, সরকারের সকল কাজে সহযোগীতার জন্য সকলের নিকট আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসের বাবলু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ।