সাতক্ষীরা

সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ

By daily satkhira

March 31, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমিতির সদস্যসহ গণমানুষের মধ্যে মাস্ক বিতরণ এবং হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সুলতানপুর মৎস্য বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর আওয়ামীলিগের সভাপতি এবং সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শেখ নাছিরুল হক। এসময় উপস্থত ছিলেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, সহ সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম মোড়ল, কর্মকর্তা আবুল বাশার, মাহবুবার রহমান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াদ আলী, শাহ আলমসহ সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ। সর্বসাধারনের হাত ধোয়ার জন্য বেসিন উদ্বোধন শেষে মাক্স বিতরণ করা হয়। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। করোনায় ভয় নাই জনসচেতনতাই একমাত্র প্রতিরোধের উপায়। শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্কিত চিন্তা-ভাবনা ও মানুষকে সচেতন করতে সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থায়নে এ আয়োজন।