কালিগঞ্জ

কালিগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহযাোগিতা প্রদান

By daily satkhira

March 31, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : যে সময় মরণব্যাধি করোনা (কোভিন-১৯) সারা পৃথিবীতে ভয়ঙ্কর থাবা ফেলেছে। সেই রোগ থেকে বাদ পড়েনি আমাদের প্রিয় জম্মভূমি বাংলাদেশও। প্রতিদিন বাড়ছে নতুন রোগীর সংখ্যা, কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। এখন শুধু প্রয়োজন সতর্কতা ও সচেতনতা। এই মরণ মিছিল থামানোর জন্য সারা পৃথিবী মানুষ একযোগে কাজ করছে। বাংলাদেশে করোনার রোগী সনাক্ত হওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণ কার্যক্রম চালানো হচ্ছে। ভয়াবহ করোনার হাত থেকে দেশে মানুষকে রক্ষা করতে ইতিমধ্যে সরকার সাধারণ ছুটিও ঘোষনা করেছে। বিদেশ থেকে ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক ্এসএম মোস্তফা কামাল গত ২৫ মার্চ থেকে গোটা উপজেলাবাসিকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। খেটে খাওয়া, দীনমুজুর, অসহায় পরিবারকে সরকার ও বেসরকারী সংস্থা গুলো সহযোগিতা দিচ্ছেন। সেই ধারাবাহিকতাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বিন্দু নারী উন্নায়ন সংগঠনের কর্মীবৃন্দ কালিগঞ্জ উপজেলার মোমরেজপুর গ্রামের অসহায়, দরিদ্র ৫০ পরিবারের বাড়িতে যেয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সংগঠনের পক্ষ থেকে ৫০ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১টি সাবান দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানাযায় ইতিপূর্বে বিন্দু নারী সংগঠন এক হাজার লিটার হ্যান্ড সেনিটাইজার, পাঁচ হাজার লিটার জীবানুনাশক ও নিজেদের কর্মীদের তৈরী মাস্ক বিতরণ করেছে। ঘরে থাকুন নিরাপদে থাকুন এই শ্লোগানকে সামনে রেখে মাইকিং ও বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেছে। খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়া, সম্পাদক কানিজ শাইমা, উপদেষ্টা জাফরুল্লাহ ইব্রাহিম, শাহিনুর ইসলাম, সাইফুল্লাহ, আল-জাবের, তসিন, আয়েশা প্রমুখ।