প্রেস বিজ্ঞপ্তি : করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে দুস্থ পরিবারেরমাঝে সচেতনতামূলক লিফলেট, মাস্ক, চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান বাবু, সদস্য ইব্রাহিম খলিল, রোজিনা খাতুন, নাজমা বেগম প্রমুখ। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বলেন, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে আমার নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করেছি। আগামী দিনেও এধরনের উদ্যোগে চললমান থাকবে। সমাজের বৃত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়েছে। দুস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক দিক বিবেচনায় দরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে।’