আশাশুনি

আশাশুনিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাউলসহ ডিলার আটক

By daily satkhira

April 01, 2020

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে খাদ্যবান্ধব কর্মসূচি ৪২ বস্তা চাউল সহ ডিলার মুজিবুর রহমান সানাকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। সরেজমিন ঘুরে ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, করোনা সংকটকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৭ মার্চ ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি চাউল বিতরণ শেষ হয়। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ভ্যান চালক বড়দল গ্রামের আলী গাজীর পুত্র জিন্নাত গাজীর ভ্যানে করে কালো পলিথিন দিয়ে ঢেকে বড়দল বাজারস্থ ঈমান গাজীর ছেলে শাহাজান গাজীর দোকানে রাখা হয়। খবর পেয়ে বুধবার বেলা ১১ টায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনাস্থলে এসে বাজারে বিক্রির উদ্দেশ্যে চোরাই ৪২ বস্তা চাউল জব্দ করেন। ভ্যান চালক পলাতক থাকায় তার ছেলের স্বীকারোক্তি অনুসারে মুজিবুর রহমান সানাকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ইতোপূর্বে একাধিকবার বড়দলে এরকম ঘটনা ঘটেছে। এর সঠিক বিচার না হওয়ার কারণে প্রতিবছর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, বুধবার সকালে খবর পেয়ে ১২৭০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক শাহজাহান গাজীকে খুঁজে পাওয়া যায়নি। ডিলার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে এবং দোকান মালিক শাহজাহানকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছে। এ সময় আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ, বড়দল গোডাউনের ওসিলেটর আরশাব হোসেন, বড়দল সহকারী ভূমি কর্মকর্তা রনজিত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান দেশের সংকটময় মুহূর্তে যারা অসহায় হতদরিদ্র মানুষের হক মেরে খাচ্ছেন তাদের সঠিক বিচার দাবি করেছেন এলাকার সচেতন মহল।