ডেস্ক রিপোর্ট: করোনা মহামারীর প্রাক্কালে যখন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী মাহবুবা শান্তা তার নিজের এলাকায় এসে আরো কিছু শিক্ষার্থী মিলে শুরু করে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক গণসচেতনা কর্মসূচি। তারা সাতক্ষীরা জেলার সদর থানার এবং কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি লিফলেট বিতরণ, মাইকিং এবং ভাইরাস নিরোধোক স্প্রে করে করা হয়। গত২৩ মার্চ থেকে তাদের এই কর্মসূচি অব্যাহত আছে। পাশাপাশি তারা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার অন্তর্গত ১২টি গ্রামের ১০০জন অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছেন। তাদের এই কাজের জন্য সার্বিক সহায়তা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ’র ছাত্র আবুজার জনি , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম ও সমাজবিজ্ঞানের প্রভাষক ওয়াসিফা শাম্মা ।