খেলা

জেনে নিন এল ক্লাসিকো নিয়ে কিছু তথ্য

By Daily Satkhira

April 23, 2017

মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো খেলবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এমন ম্যাচের আগে পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ঘেঁটে দেখছেন সবাই। হওয়াটাই স্বাভাবিক, কারণ দুই ক্লাবের এই ময়দানী লড়াইয়ে লুকিয়ে আছে  ১১৫ বছরের ইতিহাস। সেই দুই চির প্রতিদ্বন্দ্বীদের কিছু চমকপ্রদ তথ্য পাঠকদের সামনে তুলে ধরা হলো- ১. প্রতিদ্বন্দ্বিতার ১১৫ বছর দুই জায়ান্টের ময়দানী লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৩ মে, ১৯০২ সালে। করোনেশন কাপের ম্যাচে বার্সার জয়টা ছিল ৩-১ ব্যবধানে। তবে লস ব্লাঙ্কোসরা লিগের প্রথম ক্লাসিকো জেতে ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারি। ওই ম্যাচ তাদের জয়ের ব্যবধান ছিল ২-১, তবে কাতালানরাও ফিরতি ম্যাচে জিতে ১-১ ব্যবধানে। ২. এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার মেসি, রয়েছে ২১ গোল ক্লাসিকোতে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১, যার ১৪টিই লা লিগায়। ডি স্তেফানো করেছিলেন ১৮ গোল। যা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে দুই গোল বেশি। আরও চমকপ্রদ তথ্য হলো গত ৬ ম্যাচে গোলও পাননি বার্সা তারকা।

৩. এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি খেলেছেন ম্যানুয়েল সানচিস রিয়ালের হয়ে ৪৩টি ম্যাচে খেলেছেন ডিফেন্ডার সানচিস। বর্তমানে খেলা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩৪টি ম্যাচে খেলেছেন বার্সার হয়ে। সার্হিও রামোস ও মেসির চেয়ে এক গোল বেশি। ৪. মাদ্রিদে খেলা সবচেয়ে বড় হারের ব্যবধান ৮-২ ১৯৩৪-৩৫ মৌসুমে ক্লাসিকোতে মাদ্রিদে সবচেয়ে বড় হারের ব্যবধান ছিল ৮-২। লা লিগায় ১৯৩৪-৩৫ মৌসুমে রিয়ালের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ছিল সেটাই। ১৯৭৩-৭৪ মৌসুমে বার্সার জয়ের ব্যবধান ছিল ৫-০। ৫. ১৫ বছরে নেই গোল শূন্য ম্যাচ গত ১৫ বছর ধরেই উত্তেজনাপূর্ণ দুই ক্লাবের লড়াইয়ে ছিল না গোল শূন্য কোনও ম্যাচ। সবশেষ ২০০২ সালের ২৩ নভেম্বর গোল শূন্য ড্র করেছিল দুই দল।

৬. দুই দল, যেখানে খেলে ১৪ দেশের তারকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- বিশ্বের অন্যতম দুই নামজাদা ক্লাব হিসেবেই চেনে সবাই। যেখানে ইউরোপ-আমেরিকা অঞ্চল থেকে খেলে ১৪ দেশের ফুটবলার! মার্কা।