দেবহাটা

দেবহাটায় আ’লীগ ও সহযোগী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

By daily satkhira

April 01, 2020

কে.এম রেজাউল করিম: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন আ’লীগ ও উপজেলাধীন আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে করোনা প্রভাবে কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মবঞ্চিত ২৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। পরে পর্যায়ক্রমে ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সস্পাদক সাবেক ইউপি সদস্য লোকমান কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু, সদস্য সচিব আব্দুল্লাহ হীম, সদস্য সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, ইউপি সদস্য সাহেব আলী ভোমর প্রমুখ। প্রধান অতিথি মনিরুজ্জামান মনি এই সংক্রামক রোগ থেকে মুক্তি পেতে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ও সাবেক স্বাস্থমন্ত্রী আফম রুহুল হকের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নে করা হবে। এর আগে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে উল্লেখ করে মনি বলেন, এই ভাইরাস থেকে বাচতে ঘরে বসে থাকার বিকল্প নেই। তিনি সমাজের বিত্তবানদেরকেও কর্মবঞ্চিতদের পাশে দাড়ানোর অনুরোধ জানান। আতংঙ্ক কিংবা ভয় করলে ক্ষতি ছাড়া কোন কল্যাণ বয়ে আনবে না জানিয়ে তিনি অযথা আতংঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।