‘করোনা ভাইরাস’ সংক্রমণে বৈশ্বিক অচলাবস্থায় ৩০ ও ৩১ মার্চ সাতক্ষীরা জেলা শহরের মুনজিতপুর এলাকার কিছু নিম্ন আয়ের দৈনিক খেটে খাওয়া হত-দরিদ্র, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হোটেল কর্মচারী, দর্জি, ছুতারমিস্ত্রি, চা স্টলের কর্মচারী, দিনমজুর স্বজনদের পাশে সাত রকম দৈনন্দিন খাদ্য সামগ্রী ও সাম্প্রতিক স্বাস্থ্যবিধি মোতাবেক নিত্য ব্যবহার্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা তথা দেশ-বিদেশে স্বনামখ্যাত সাংস্কৃতিক সংগঠন ‘লিনেট ফাইন আর্টস একাডেমি’ ও ‘আজমল স্মৃতি সংসদ’ সাতক্ষীরা। ‘লিনেট’ এর সভাপতি দেশবরেণ্য সংগীতশিল্পী ও সংগীত প্রযোজক সাতক্ষীরার কৃতিসন্তান রোজবাবু এবং ‘আজমল স্মৃতি সংসদ’ এর সভাপতি স্বনামধন্য আবৃত্তিশিল্পী দিলরুবা বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণে দেশের সার্বিক পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে না খেয়ে সবচেয়ে বেশী কষ্টে আছে আমাদেরই কিছু হত-দরিদ্র প্রতিবেশী স্বজনরা। আমরা আন্তরিক দায়বদ্ধতা থেকে সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা মনে করি দেশ ও বিশ্বের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার সাধ্যমত সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি