প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির নির্দেশনায় করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে সারাবিশ্বে আতঙ্কের নাম করোনাভাইরাস। নভেল করোনাভাইরাস (সিওভি) হলো করোনাভাইরাসের এক নতুন প্রজাতি। করোনাভাইরাসের মাধ্যমে সৃষ্ট এই রোগটি প্রথম চীনের উহানে চিহ্নিত হযয়েছিল। তখন থেকেই রোগটির নাম করা হয়েছিল করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯)। করোনা থেকে ‘কো’ , ভাইরাস থেকে ‘ভি’, এবং ‘ডিজিজ’ বা ‘রোগ’ থেকে ‘ডি’ নিয়ে এর সংক্ষিপ্ত নামকরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক করার লক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক রনির সভাপতিতে ০১ এপ্রিল বুধবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় হত দরিদ্র প্রান্তিক জনগনের মাঝে চাউল, ডাউল, লবন, তেল, আলু,সাবান ও মাস্ক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম খান বাবু, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফিরোজ হাসান ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, খন্দকার আরিফ হাসান প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম। এ ছাড়া আর ও উপস্থিত ছিলেন উজ্বল সানা, গৌতম কুমার ঘোষ, মিল্টন, আবিদ, প্রদিপ,রুবেল প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আফসার উদ্দিন আহমেদ।