সাতক্ষীরা

ঘরবন্দী অসহায় ৩০০পরিবারে কাউন্সিলর কালুর খাদ্য সামগ্রী বিতরণ

By daily satkhira

April 01, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সমগ্র বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দী হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। আর এই ঘরবন্দী জীবনদশায় সবথেকে মানবেতর জীবন যাপন করছে আমাদের সমাজের খেটে খাওয়া অসহায় মানুষগুলো। তারা না পারছে বলতে না পারছে সহ্য করতে। আর এমন পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউ¯িœলর জাহাঙ্গীর হোসেন কালু। বুধবার (১এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে ৫কেজি হারে চাউল বিতরণ করেন তিনি। এসময় তিনি জানান, নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব তৈরির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। এমন অনেক মানুষ আছে যাদের একদিন কাজ না করলে অভুক্ত থাকতে হয়। সবার মনে রখতে হবে আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে এই সমস্যার সমাধান টানতে। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সমূর্ণ নিজ উদ্যোগে এসব অসহায় পরিবারে খাদ্য সামগ্রী করছি। আমি আমার সামার্থ মত এগিয়ে এসেছি , আপনারা ও এগিয়ে আসুন মানবতার পক্ষে। জয় হোক মানবতার। এ দিকে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন বিপদে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত নেতা। আমাদের কাউ¯িœলর অসহায় মানুষের কথা ভাবেন বলেই এই দুর্যোগেও আমাদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছেন।