আজকের সেরা

সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার, দুই মোটরসাইকেল আরোহীর জরিমানা

By Daily Satkhira

April 02, 2020

আসাদুজ্জামান: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কেউ যাতে অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করেন এ জন্য তারা বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে এ টহল জোরদার করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের খুলনা রোড মোড়, কদমতলা, নিউমার্কেট, পাকাপোলের মোড়সহ বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন ও মাংকিং করছেন। এ সময় তারা দুই মোটর সাইকেল আরোহীকে অযথা শহরে ঘোরাফেরা করার অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শহরে র‌্যাব-পুলিশের টহলও জোরদার করা হয়েছে। তারা সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেননা। বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুবই কম। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।