সাতক্ষীরা

ঘরে থাকুন, করোনা থেকে বাঁচুন– এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By daily satkhira

April 02, 2020

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ঘরে থাকুন, করোনা ভাইরাস থেকে বাঁচুন। সচেতনতায় পারে করোনা থেকে আমাদের রক্ষা করতে। বিশেষ গণজামায়েত বন্ধ করতে নির্দেশ দিয়েছে এবং একজন মানুষ থেকে অন্যজন ৩ ফুট দূরত্বে থাকতে হবে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিকুইড সাবান এবং জীবাণুনাশক স্প্রে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা ঘর থেকে বের হওয়া যাবে না। ঘরেই থাকতে হবে। কিছুক্ষন পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। ঘরে অবস্থান করতে হবে। এছাড়া সচেতনাতার সাথে কিছুদিন চলাফেরা করতে হবে। তবে সময়ে সংকটে পড়ে নি¤œবিত্ত মানুষ গুলো। নি¤œবিত্ত মানুষগুলোর পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমার সামর্থ আছে দুজন ব্যক্তিকে সহযোগিতা করার। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সহযোগিতায় ও নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক রওনক বাসার, আইন সম্পাদক ইকবাল লোদী, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।