সাতক্ষীরা

সদরের বলাডাঙ্গায় মসজিদে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

By daily satkhira

April 03, 2020

জি এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দ্যেশ্যে বলেন, করোনা প্রতিরোধে সামজিক দুরত্ব সৃষ্টিতে সচেতনার বিকল্প নেই। ঘরে থাকুন নিরাপদে থাকুন, নিজে বাঁচুন-অন্যকে বাঁচান। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে সকলকে আহবান জানান। ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করতে হবে। হাঁচি, কাশি দেয়ার সময়ে টিস্যু, কাপড় বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। হ্যান্ড সেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন। বাড়িতে সুন্নত ও নফল নামায আদায় করুন। এছাড়া তিনি মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মসজিদে নামাজের কাতারে নিরাপদ দুরত্ব বজায় রাখতে আহবান জানান।

এছাড়া তিনি সাতক্ষীরার সকল মসজিদ কমিটির নেতৃবৃন্দকে হ্যান্ড ওয়াশ বা সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার মুসল্লিদের সুবিধার্থে মসজিদে রাখার অনুরোধ করেন।