সাতক্ষীরা

রিয়াজুল জান্নাত মডেল হিফ্জ মাদরাসার জীবাণু নাশক স্প্রে

By daily satkhira

April 03, 2020

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন মসজিদে রিয়াজুল জান্নাত মডেল হিফ্জ মাদ্রাসার উদ্যোগে ও সেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’র সহযোগীতায় জীবাণুনাশক স্প্রে ও করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে জুম’আর আগপর্যন্ত শহরের ১২টি মসজিদে এ স্প্রে করা হয়। এসময় মাছখোলা বায়তুল আমান জামে মসজিদ, আল মাদিনা জামে মসজিদ, মাছখোলা পূর্বপাড়া দিঘিরপাড় জামে মসজিদ, মুন্সিপাড়া জামে মসজিদ, ইসলামি রিফায়ি একাডেমী জামে মসজিদ, আল-আকসা জামে মসজিদ, আল মাদিনা জামে মসজিদ, সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদ, পুরাতন সাতক্ষীরা হাটখোলা জামে মসজিদ, ছয়আনি জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ (মোসলেমা একাডেমি) ও দারুসসালাম জামে মসজিদে এ কার্যক্রম চালানো হয়েছে। রিয়াজুল জান্নাত মডেল হিফ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হা. মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রমে অংশগ্রহন করেন উক্ত মাদরাসার প্রিন্সিপাল হা. মাও. নুর মুহাম্মাদ, এছাড়া উপস্থিত ছিলেন আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, ছাকিবুল হাসান, সাজিদ হোসেন, মোস্তফা, আব্দুল কাদের ও ফাহাদ হোসেন। এ সময় তারা মসজিদে শুধু ফজরের নামাজ আদায় ও জায়নামাজ নিয়ে আসার জন্য মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে মাইকিং করে মুছল্লিদের আহবান জানান এবং করোনার ভয়াবহতার সম্পর্কে সকলকে সচেতন করেন।