কালিগঞ্জ

কালিগঞ্জে কোটিপতি মাদক সম্রাটের আত্মসমর্পণ

By Daily Satkhira

April 23, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে কুখ্যত মাদক স¤্রাট একাধিক মাদক মামলার আসামী জহুর গাজী রবিবার সকাল দশটায় থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হকের নিকট আতœসমর্পণ করেছে। সে উপজেলার নলতা ইউনিয়নের শুইলপুর গ্রামের মৃত রাজাউল্ল্যাহ গাজীর ছেলে জহুর গাজী (৫৮)। কালিগঞ্জের বহুআলোচিত কুখ্যত মাদক ব্যবসায়ী আত্মসমপণ কালে জহুর গাজী বলেন, ২০০৭ সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি ইতোপূর্বে বহু মাদক চোরা কারবারী করে কোটি কোটি কালো টাকা যুব সমাজ ধংস করে তিনি কোটি পতি জহুর নামে এলাকায় পরিচিতি পেয়েছে। তিনি মাদক চোরাচালানের অপরাধে কয়েকবার জেলহাজতে গেছেন এবং চারটি মাদক মামলার আসামী হয়েছেন বলে তিনি সাংবাদিকের জানান। ওসি লস্কর জায়াদুল হকের মাদক বিরোধী প্ররোচনায় এবং মাদক ব্যবসায়ীদের স¦াভাবিক জীবনে ফিরে আসার অনুপ্রেরণায় মাদকের সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করে আত্মসমর্পণ করেছেন বলে তিনি জানান এবং আর কখনও মাদক ব্যবসা করবেন বলে লিখিত মুচলেকা প্রদান করেন। ওসি লস্কর জায়াদুল হক জানান, কালিগঞ্জ থানা এলাকাকে মাদক মুক্ত করা হবে। মাদকের ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। যারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন বা করবেন তাদের স্বাভাবিক ভাবে জীবনযাপনের সুযোগ দেয়া হবে বলে তিনি জানান।