সাতক্ষীরা

করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা ডক্টরস ডরমেটরিতে॥ সন্দেহভাজনদের চিকিৎসা মেডিকেলে

By daily satkhira

April 05, 2020

ডেস্ক রিপোর্ট : করোনা পজিটিভ রোগীদের ডক্টরস ডরমেটরিতে আলাদাভাবে চিকিৎসা দেয়া হবে। এছাড়া করোনা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের ৬তলা ব্যবহৃত হবে। আইসিইউ ইউনিট পরিচালনার জন্য ডাক্তার, নার্স এবং স্টাফদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনো ভাইরাস প্রতিরোধে অনুষ্ঠিত এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও এবং অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।