নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে অসহায় মানুষ। সেই অসহায় খেটে খাওয়া মানুষের কষ্ট ভাগা-ভাগি করে নিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক তুফান কোম্পানি লি. এর চেয়ারম্যান আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট চত্বরে সকরকারি নির্দেশনা মেনে জনসমাগম না ঘটিয়ে সদর থানা পুলিশের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী‘ বিতরণ করা হয়। সকল দুর্যোগে যিনি দুঃখী মানুষের ব্যথায় ব্যথিত হয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান তিনি সাতক্ষীরাবাসীর প্রাণের এবং প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ২০০টি খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম। সহায়তা পেয়ে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ নিয়ে আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা বলেন, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন। খাদ্য সামগ্রী না থাকলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করবেন। আপনাদের নিজ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়মাবলী মেনে চলবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশের বার্তাসমূহ মেনে চলুন। আপনারা সচেতন হলে আপনার পরিবার ও প্রতিবেশিরা নিরাপদ থাকবে। দেশের জনগণ বাঁচলে দেশ বাঁচবে।