সাতক্ষীরা

১৫০ জন দরিদ্র পরিবারের পাশে জাগ্রত সাতক্ষীরা

By daily satkhira

April 08, 2020

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সাতক্ষীরার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “জাগ্রত সাতক্ষীরা”। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতা ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আ.হ.ম তারেক উদ্দীনের সার্বিক সহযোগিতায় বুধবার বিকালে পলাশপোল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সায়েম ফেরদৌস মিতুল। এমহৎ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল রশিদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুল ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা রাজিব ফরহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা। আরো উপস্থিত ছিলেন, গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, মিজানুর রহমান প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, ঘরেই থাকতে হবে। কিছুক্ষন পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। জীবানু মুক্ত থাকতে হবে। এই সংকটকালীন সময়ে সামর্থ অনুযায়ী ছোট পরিসরে হলেও নি¤œবিত্তদের পাশে এগিয়ে আসতে হবে। “জাগ্রত সাতক্ষীরা” যে কর্মসূচি হাতে নিয়েছে সেরকমভাবে সকলেই এগিয়ে আসলে নি¤œবিত্ত মানুষগুলো উপকৃত হবে। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না আসার অনুরোধ জানান বক্তারা।