সাতক্ষীরা

ত্রাণের জন্য বাইরে ছুটাছুটি না করে ঘরে থাকুন — আসাদুজ্জামান বাবু

By daily satkhira

April 08, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু বলেছেন, বিশ^ব্যাপী মহামারি আকার ধারণকারী করোনা থেকে নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে অবশ্যই ঘরে থাকতে হবে। ঘরে থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান। অকারণে চায়ের দোকানে আড্ডা দেওয়া যাবে না, সময় কাটানোর অযুহাতে অনেকে চায়ের দোকানে বা ফাঁকা স্থানে এক সাথে বসা যাবে না। ত্রাণের জন্য বাইরে আসা যাবে না। সরকার উদ্যোগ নিয়েছে ত্রাণ অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে যাবে। সুতরাং ত্রাণের জন্য বাইরে ছুটাছুটি না করে ঘরে অবস্থান করুন, ত্রাণ আমরাই ঘরে পৌছে দেবো। বুধবার বিকাল সাড়ে ৫টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ সাতক্ষীরা’র উদ্যোগে শহরের গড়েরকান্দায় দরিদ্র, অসহায় ও নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, মিয়াসাহেবের ডাঙ্গা প্রাইমারী স্কুলের সভাপতি আব্দুল গফফার, চালতেতলা বাজার কমিটির সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পৌর সাধারণ সম্পাদক কবির হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আবুল কালাম, আবুল খায়ের প্রমুখ। সময় করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন প্রদান করা হয়।