আশাশুনি

আশাশুনিতে কপোতাক্ষ নদ এর বেড়িবাঁধে ভাঙন

By daily satkhira

April 08, 2020

নিজস্ব প্রতিনিধি : কপোতাক্ষ নদ এর সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর নামক স্থানে ১০০ ফুট বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ ভাঙনের ফলে তলিয়ে গেছে এক হাজার বিঘার চিংড়ি ঘের ও ফসলের ঘের। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, মঙ্গলাবার মধ্যরাতে কপোতাক্ষ নদ এর জোয়ারের তোড়ে শ্রীপুরেরা লঞ্চঘাট পয়েন্টে ১০০ ফুটেরও বেশি বেড়িবাঁধ ভেঙে যায়। এতে শ্রীপুর ও কুড়িকাহনিয়া গ্রামের এক হাজার বিঘার ফসলী ক্ষেত ও মাছের ঘের ভেসে গেছে। বুধবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার লোকজনকে নিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে বলে জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা- ১ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ভবর পেয়ে বুধবার সকালে আপদকালিন সহযোগতিা হিসেবে ২০০ ব্যাগ দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।