কালিগঞ্জ

কালিগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে জখম ॥ থানায় মামলা

By daily satkhira

April 08, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মাদ পাড় (৬৩) কে কোন কারণ ছাড়াই রড় দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল সকাল ৭টার দিকে সদরের উত্তর পার কাঁকশিয়ালী ব্রীজের নীচে। বর্তমানে তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় তিনি বাদী হয়ে কাঁকশিয়ালী গ্রামের মৃত হোসেন আলী বিশ^াসের ছেলে আনিছুর রহমান আনু (৫২) ও তার ছেলে মিলন হোসেন (২৯) সহ অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলা নং ৫, তারিখ ৪/৪/২০। মামলা সূত্রে জানাযায়, উত্তর পার কাঁকশিয়ালী ব্রীজের নীচে নদীতে উঠা নামার জন্য একটি পথ সর্বসাধারণের ব্যবহার্য্য উমুক্ত ছিল। হঠাৎ ওই সরকারি খাস জায়গায় উপর নজর পড়ে বাবা ও ছেলের। ঐ জায়গা জবর দখল করে দোকান ঘর নির্মাণের জন্য বাঁশের খুটি পুতলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ঘর বাঁধা নিষেধ করে মালামাল সরিয়ে নিতে বলেন। বিষয়টি জানতে পেরে এলাকার সমালোচিত ব্যাক্তি আনু ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে উঠে। এদিকে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ পাড় সকালে মনিং ওয়ার্ক শেষে ব্রীজের নীচ দিয়ে বাড়ি ফেরার পথে লোহার রড় ও রাম-দা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। এসময় বাম হাত ও পায়ে দায়ের কোপ লাগলে তার আতœ চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা শিকার করে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বলেন, সন্ত্রাসী আনু ও তার ছেলে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত রয়েছে।