দেবহাটা

দেবহাটায় বিভিন্ন জেলা থেকে আসা ৮৬ শ্রমিক আটক ॥ জরিমানা

By daily satkhira

April 09, 2020

কে,এম, রেজাউল ইসলাম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ইউএনও ও ওসির অভিযানে দেশের বিভিন্ন এলাকায় কাজ করা ৮৬ জন নারী ও পুরুষ শ্রমিক আটক হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা, নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিনটি ট্রাকে বোঝাই করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের বহনকারী যশোর ট-১২-২৫৪৮ নম্বরসহ আরো একটি ট্রাককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আটককৃতদের স্ব স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ট্রাকের ড্রাইভার যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুলতান গাজীর ছেলে আব্দুর রহিম (৪০) ও একই জেলার মনিরামপুর উপজেলার মোকছেদ ঢালীর ছেলে শহিদুল ইসলাম (৩৩) কে এই জরিমানা করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এলাকাবাসীর সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার চাঁদপুর ও সখিপুর এলাকা থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ থেকে আসা তিনটি ট্রাকে থাকা ৮৬ জন ইটভাটা শ্রমিককে আটক করা হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে আটককৃত ৮৬ জন ইটভাটা শ্রমিককে তাদের স্ব স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়ার নির্দেশ দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। একই সাথে নির্দেশনা উপেক্ষা করে এসকল শ্রমিককে সাতক্ষীরার অভ্যন্তরে বিভিন্ন উপজেলায় নিয়ে আসার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ট্রাকের চালকদেরকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বলেন, আটককৃতরা দেশের বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলো। বর্তমানে করোনা পরিস্থিতির কারনে সেখানে কাজ বন্ধ ও অনেক জেলা লকডাউন হওয়ার কারনে তারা নিজেদের গ্রামে ফিরছিল। তাদেরকে নিজ উপজেলার প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন ও ট্রাক ড্রাইভারদেরকে জরিমানা করা হয়েছে বলে ইউএনও জানান। ওসি বিপ্লব কুমার সাহা সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানকার ইটভাটা গুলো বন্ধ ও এলাকায় করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায় তারা গোপনে ট্রাকে করে তাদের গ্রামে ফিরছিলো উল্লেখ করে জানান, দেবহাটাতে তাদেরকে আটকের পর পুলিশ পাহারায় স্ব স্ব উপজেলায় পাঠিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে ওসি জানান।