কলারোয়া

কলারোয়ায় ৩০ কেজি চালে ৩ কেজি চুরি

By daily satkhira

April 09, 2020

কলারোয়া প্রতিনিধি:  খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের স্থলে ২৭ কেজি দেয়ায় সাতক্ষীরায় এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিজনের কাছ থেকে তিন কেজি করে চাল চুরির দায়ে ওই ডিলারকে বৃহস্পতিবার দুপুরে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ১০ টাকার চাল বিক্রি করছিলেন আওয়ামী লীগ নেতা ও ডিলার মাহবুবুর রহমান। জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ২৭ কেজি করে দিয়েছেন তিনি। অথচ টাকা নিয়েছেন ৩০ কেজির।এমন অভিযোগে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, চাল কম দেয়ার জন্য ইউনিয়ন ডিলার মাহবুবুর রহমানকে জরিমানা করেছেন এসিল্যান্ড। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। চাল কম না দিতে তাকে বার বার অনুরোধ করা হলেও শোনেননি।