তালা

করোনা প্রতিরোধে কাজ করছে তালা ব্লাড ব্যাংক সদস্যরা

By daily satkhira

April 10, 2020

ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাতের পার্থক্য ভুলে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের সদস্যরা। সংগঠনটির সদস্যরা তালা উপশহরের পুকুরঘাট, নলকূপ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে সাবান ও হ্যান্ড ওয়াশ ঝুলিয়ে দিয়ে সাধারণ মানুষকে ঘন ঘন হাত ধুতে উদ্বুদ্ধ করছে।এছাড়া বাজারের দোকানগুলোতে নির্দিষ্ট দূরত্ব বাজায় রেখে কেনাকাটা করার জন্য গোল মার্কসহ, মাইকিং, লিফলেট বিতরণ, ছোটো ছোটো দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা, পাশাপাশি তালা উপশহরে প্রবেশকৃত প্রত্যেক যানবাহনে নিয়মিত জীবাণুনাশক স্প্রে অব্যাহত রেখেছে। করোনা প্রতিরোধে এ কর্মকান্ডে তালা ব্লাড ব্যাংকের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, উত্তরণ, উন্নয়ন প্রচেষ্টাসহ অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছে। কেউ কেউ হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, ক্যাপ, হাতে তৈরি পিপি, আবার কেউ কেউ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডরাব, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন দিয়ে এগিয়ে এসেছেন। এই সংকটকালীন সময়ে অনেকেই সামর্থ অনুযায়ী সাবান, হ্যান্ড ওয়াশ এবং সুরক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেছেন।তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা যেন নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেলক্ষ্যে দুপুরে খাবারের ব্যবস্থাও করেছেন অনেক সহৃদয়বান ব্যক্তি। সকলের একটাই চাওয়া যেন তালা উপজেলা করোনোমুক্ত থাকে। এ বিষয়ে তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার বলেন, তালা ব্লাড ব্যাংকের শতাধিক স্বেচ্ছাসেবক কঠোর পরিশ্রম করছে। তারা নির্দিষ্ট দূরত্ব বাজায় রেখতে গোল মার্ক করে দিয়েছে। এছাড়া ছোট ছোট টিমে ভাগ হয়ে ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে করে জনগনকে সচেতন করছে। এছাড়া শুরু থেকেই তালা উপশহরে প্রবেশকারী প্রত্যেকটা যানবাহনে জীবাণুনাশকস্প্রে করছে স্বেচ্ছাসেবকরা।তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান বলেন, আমরা সরকারি ত্রাণের প্যাকেজিং, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব চিহ্নিতকরণসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা চাই তালাবাসী ঘরে থেকে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুক। তাই সকলের কাছে অনুরোধ আপনারা সরকারি সকল নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন। তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, করোনো প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এ লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা ভাল কাজ করছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, তালা ব্লাড ব্যাংক শুধু করোনার জন্য কাজ করছে, এমনটা নয়। তারা যেকোন সময় মুমূর্ষু রোগীর রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকে। এমন মহতিকাজকে আমি সব সময় সাধুবাদ জানাই। পাশাপাশি সমাজসেবামূলক যেকোন কাজে যেমন করোনার এই কঠিন মুহূর্তে তারা যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই অতুলনীয়।