ফিচার

সাতক্ষীরায় বাধাহীনভাবে আসছে শত শত মানুষ, আতংকে সাধারণ জনগণ

By Daily Satkhira

April 11, 2020

আসাদুজ্জামান: সাতক্ষীরায় করোনা পরিস্থিততি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে আইন শৃংখলা বাহিনীর চেকপোস্ট। কিন্তু এই চেকপোস্ট উপেক্ষা করে রাতের আধারে ট্রাক যোগে ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ঢুকছে এ জেলায়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। শুক্রবার ভোরেও সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি বাজারে স্থানীয় জনতা পলিথিনে ঢাকা ৪ টি ট্রাক ও একটি পরিবহন ভর্তি প্রায় দুই শতাধিক মানুষকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। তারা সবাই ইট ভাটা শ্রমিক বলে জানা গেছে।

যদিও সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, যারা ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বাইরে থেকে এসেছেন তাদের সবারই নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে যাতে থাকে সে জন্য স্থানীয় প্রশসন ও জনপ্রতিনিধি দ্বারা বিষয়টি নিশ্চিত করে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই এটি করা হচ্ছে না। অনেকেই নিজ নিজ এলাকায় এবং বাইরে ঘোরাফেরা করছেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে আসা তিনটি ট্রাক যোগে ৭৩ জন ইটভাটা শ্রমিককে দেবহাটা উপজেলার চাঁদপুর ও সখিপুর এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে। পরে উপজেলা দেবহাটা উপজেলা নির্বাহি আফিসার সাজিয়া আফরিনের মাধ্যমে তাদের স্ব-স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। একই সাথে ট্রাক তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্য ট্রাক চালকদের ১০ হাজার টাকা জরিমানা করেন।