নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষদের ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা(রুটি ও গুড়) করে যাচ্ছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। গত ৬ এপ্রিল সোমবার থেকে প্রতিদিন ৩শ পরিবারের মাঝে রুটি ও গুড় প্রদান করে যাচ্ছেন। এপর্যন্ত তিনি প্রায় ২ হাজার ৪শ পরিবারের মধ্যে রুটি ও গুড় পৌছে দিচ্ছেন। আসন্ন রমজান মাসের আগের দিন পর্যন্ত বিরতিহীনভাবে এক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এ মহৎ কর্মসূচির ৬ষ্ঠ দিনে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান পত্নী ছালেহা ইসলাম উপস্থিত হয়ে সাধুবাদ জানান এবং এ সংকটময় মূহুর্তে মানুষের পাশে দাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন। গত ৬ এপ্রিল শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে করোনায় কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা বসির আহমেদ, আব্দুর রউফ খোকন, মোঃ নূরুল হক, আঃ রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান জালাল, কবির হোসেন, ইয়াসিন আলী, সিরাজুল ইসলাম ডালিম।