শ্যামনগর

গাবুরায় অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার ॥ আ’লীগ নেতা লেলিনসহ ৪ বিরুদ্ধে অভিযোগ

By daily satkhira

April 12, 2020

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ লাইন হতে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে ধরা খেলেন গাবুরার সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আলম আযম লেলিনসহ ৫ ব্যক্তি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গাবুরা ইউপি চেয়ারম্যানের দপ্তরে লিখিত অভিযোগসহ থানায় সাধারণ ডায়েরি করেছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিস। আশাশুনি জোনাল অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাবুরা ইউনিয়নের খইলসাবুনিয়া গ্রামের মৃত ডাঃ আমজাদ হোসেনের পুত্র হাসান আল বাকার বাচ্চু, মৃত নওশের আলী গাইনের পুত্র সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন, মৃত. মোহাম্মাদ আলী গাইনের পুত্র মজিবর রহমান, সোহরাব গাজীর পুত্র জয়নাল ও ১২নং গাবুরা ইউনিয়ন আ’লীগ কার্যালয় অবৈধভাবে সরাসরি বিদ্যুতিক লাইন হতে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। এমন খবর পেয়ে গত ১১ এপ্রিল দুপুরে লাইনম্যান লেভেল-২ রবিউল আওয়াল ও লাইনম্যান লেভেল-১ সোহানুর রহমান ঘটনাস্থলে পৌছে আলামত জব্দ করেন। অফিস আরো জানায়, এধরনের সংযোগ নেওয়ার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ লাইন হতে হুকিং করে ব্যবহার করায় বিদ্যুৎপৃষ্টে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এঘটনায় উক্ত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ জানিয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার(চঃদাঃ) প্রকৌঃ নৃপেন্দ্র নাথ বিশ^াস। নাম প্রকাশে অনিচছুক এলাকাবাসী জানান, শফিউল আযম লেলিনসহ তার সহযোগীরা এলাকায় প্রভাব খাটিয়ে এধরনের নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের অপকর্মে বাধা দিতে গেলে খুন জখমসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে। এবিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান বলেন, আমাদের ইউনিয়নের বিদ্যুৎ পৌছালেও করোনা পরিস্থিতির কারণে মিটার স্থাপন করা সম্ভব হয়নি। কিন্তু মিটার স্থাপনের পূর্বেই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের একটি অভিযোগ আমার দপ্তরে জমা হয়েছে।